মুন্সীগঞ্জে হত্যা মামলার বাদীকে হত্যার হুমকি
মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলায় আলোচিত মনসুর প্রধান হত্যা মামলার বাদীকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের এলাকাবাসী। আজ মঙ্গলবার সকাল ১১ থেকে সাড়ে ১১টা পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা প্রসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা জানায়, হত্যা মামলার এজাহারভুক্ত আসামিরা টাকার বিনিময়ে মামলার বাদী আলী প্রধান ও তাঁর লোকজনকে উল্টা কয়েক মামলায় ফাঁসাতে চাচ্ছে। তারা মামলা প্রত্যাহার করতে বাদীকে হত্যার হুমকি দিচ্ছে।
এদিকে বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন প্রধান বলেন, মানববন্ধনে আসার পথে আমাদের দুজন গ্রামবাসীকে কুপিয়ে আহত করে হত্যা মামলার আসামির লোকজন। আহতরা এখন গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
মানববন্ধনে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মর্জিনা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।