বোমা তৈরি করতে গিয়ে উড়ে গেল হাত
গাজীপুরের পূর্ব চান্দনা এলাকায় বোমা তৈরির সময় বিস্ফোরণে আবদুল আলিম নামের ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীর হাতের কবজি উড়ে গেছে। আহত অবস্থায় তাঁকে আটক করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন করে গাজীপুরের গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মিঠু শেখ সাংবাদিকদের জানান, ‘এই রুমের ভেতরে আবদুল আলিমসহ জামায়াত-শিবিরের কিছু পোলাপান বোমা বানানোর সময় একটা বোমা ফুটে যায়। ফুটে যাওয়ার পর আলিমের হাত উড়ে যায়। আলিমকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। সে হাসপাতালে আছে। কিছু আলামত উদ্ধার করা হয়েছে।’
পূর্ব চান্দনা এলাকার লোকজনের সাথে কথা বলে জানা গেছে, বিস্ফোরণ ঘটা বাড়িটি জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে জড়িত আবদুল আল বাশিরের। বাড়িতে তাঁকে পাওয়া যায়নি।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উড়ে যাওয়া হাতের মাংস ও রক্ত ঘরের দেয়াল, বিছানার চাদরে পড়ে আছে। কক্ষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে বৈদ্যুতিক তার, গানপাউডার, সিসাসহ বোমা তৈরির সরঞ্জাম।

নাসির আহমেদ, গাজীপুর