বাড়ির গুদাম থেকে যুবক-নারীর গলিত মরদেহ উদ্ধার
রাজধানীর উত্তর বাড্ডা এলাকার একটি বাড়ির নিচতলার গুদাম থেকে এক যুবক ও এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (২ নভেম্বর) দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা জোনের সহকারী কমিশনার সফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
মারা যাওয়া যুবকের নাম সাইফুল ইসলাম, তার বয়স আনুমানিক ২৪ বছর। তিনি ওই ভবনের পাশে অবস্থিত ইবনে কাসীর ক্যাডেট মাদ্রাসায় দারোয়ানের কাজ করতেন। স্থানীয়দের ভাষ্যমতে, নিহত নারী ওই এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।
সহকারী কমিশনার সফিকুল ইসলাম বলেন, মরদেহ দুটির অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে তাদের মৃত্যু ৭ থেকে ৮ দিন আগে হয়েছে। বাড়িওয়ালার নাম আতিক। বেশ কিছু দিন আগে স্ত্রী মারা যাওয়ায় তিনি গ্রামের বাড়িতে যান। সেখান থেকে ফিরে আসলে বাসার নিচতলায় গোডাউনে দুজনের মরদেহ দেখে পুলিশে খবর দেন।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, মরদেহগুলো গলে যাওয়ায় শরীরে কোনো ক্ষত ছিল কিনা তা বোঝার উপায় নেই। কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে।

নিজস্ব প্রতিবেদক