দেশের মানুষ একটি বড় জেলে আবদ্ধ
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘বাংলাদেশের মানুষ আজ একটি বড় জেলে আবদ্ধ। আমরা দেশের প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার চাই, সুবিচার চাই।’
আজ বুধবার বিকেলে এম এ সাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে কুড়িগ্রাম জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।
এ সময় বিএনপি নেতা আরো বলেন, ‘সরকারের অনেক নেতা ও চামচা আছে যাদের কোনো জনসমর্থন নেই কিন্ত তারা এই সরকারের কাঁধে ভর করে মন্ত্রী হয়েছে। তারা ক্রমাগত খুবই অন্যায়ভাবে বিএনপিকে নানাভাবে অভিযুক্ত করছে।’
‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দুঃশাসনের অবসান ঘটিয়ে জনগণের সরকার যখন নির্বাচিত হবে, তার প্রধান হবেন বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া। বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে এবং থাকবে’, যোগ করেন নজরুল ইসলাম খান।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জেলা বিএনপির সভাপতি তাসভীর-উল-ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা প্রমুখ। এ ছাড়া বক্তব্য দেন জেলার নয়টি উপজেলা ও তিন পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জেলা বিএনপির কমিটি গঠিত হবে।
ছয় বছর পর কুড়িগ্রাম জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের কাউন্সিল অধিবেশনে নয়টি উপজেলা ও তিনটি পৌরসভার কাউন্সিলররা অংশ নেন।