দীপনের জন্য বিএনপির দোয়া মাহফিল
জিয়া স্মৃতি পাঠাগারের সহসভাপতি ও জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনের আত্মার মাগফিরাত কামনায় বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করেছে।
আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
আজ বুধবার সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
গত ৩১ অক্টোবর রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের নিজ কার্যালয়ে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।