প্রকাশক-ব্লগার হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন
রাজধানীতে জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনসহ সব প্রকাশক-লেখক-ব্লগার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঝালকাঠি সম্মিলিত সাংস্কৃতিক জোট।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা এ মানববন্ধনে অংশ নেন।
জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সাইদুর রহমান রিন্টুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সহসভাপতি কাজী খলিলুর রহমান, প্রতীক নাট্যগোষ্ঠীর সভাপতি মহাদেব কর্মকার, ঝালকাঠি থিয়েটারের সহসভাপতি মাসুদ আলম খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা হেলাল উদ্দিন, নলছিটি উপজেলার ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঝালকাঠি জেলা সম্পাদক আবু সাঈদ খান ও আওয়ামী শিল্পীগোষ্ঠীর সভাপতি হাফিজুর রহমান ছালাম।
মানববন্ধনে বক্তারা প্রকাশক ফয়সল আরেফিন দীপনের হত্যাকারীদের অবিলম্বে চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান।