বিচারের দাবিতে রাজপথে নামুন : অভিজিতের বাবা
শুধু ব্লগার-লেখক বা প্রকাশক নয়, প্রতিটি হত্যার বিচারের দাবিতে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন দুর্বৃত্তদের হামলায় নিহত অভিজিৎ রায়ের বাবা অজয় রায়।
আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের উদ্যোগে মুক্তচিন্তার সংহতি সমাবেশে এ আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ শিক্ষক।
সভাপতির বক্তব্যে অধ্যাপক অজয় রায় বলেন, ‘শুধু ব্লগার হত্যাকাণ্ড না, সাধারণ হত্যাকাণ্ডেরও আমি বিচার চাই। এবং প্রতিটি হত্যাকাণ্ডের নায়ককে আমি বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চাই। সংগ্রাম ছাড়া কোনো অধিকার আদায় করা যায় না। যতদিন পর্যন্ত অভিজিৎ, দীপনের হত্যাকাণ্ডের নায়ককে আমি বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারছি, ততদিন পর্যন্ত আমার সংগ্রাম চলবেই, চলবেই, চলবেই।’
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে হত্যাকারীদের উৎসাহ দেওয়া হচ্ছে। আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখব। এ সময় তিনি একই দাবিতে ৯, ১৩ ও ২০ নভেম্বর শাহবাগে আলাদা কর্মসূচি ঘোষণা করেন।
বক্তারা বলেন, একের পর এক মুক্তচিন্তার মানুষদের হত্যার ঘটনা ঘটছে- কিন্তু সরকার এ ব্যাপারে উদাসীন।
গত ৩১ অক্টোবর রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের নিজ কার্যালয়ে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। একই দিন লালমাটিয়ায় প্রকাশনী সংস্থা শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ টুটুল, লেখক-ব্লগার রণদীপম বসু ও তারেক রহিমকে গুলি করে ও কুপিয়ে আহত করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। এ দুজনই অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক।
এ বছর ২৬ ফেব্রুয়ারি একুশের গ্রন্থমেলা থেকে বেরোনোর সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে অভিজিৎ রায়কে।