মেলান্দহে ঘুমন্ত স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা
জামালপুরের মেলান্দহে ঘরে ঢুকে ঘুমন্ত স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোর ৪টার দিকে উপজেলার আদ্রা ইউনিয়নের বালুআটা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত সূর্য বেগম (১১) বালুআটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। ময়নাতদন্তের জন্য তার লাশ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার বাবা কুদ্দুস আলী বাদী হয়ে মেলান্দহ থানায় মামলা করেছেন। আটক আশরাফের (২২) বাড়ি একই গ্রামে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে দিনমজুর কুদ্দুস আলী যখন কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান, তখন সূর্য নিজ ঘরে ঘুমিয়ে ছিল। কুদ্দুস আলী যাওয়ার কিছুক্ষণ পর ধস্তাধস্তির শব্দ শুনে সূর্যের মা হনুফা বেগম পাশের ঘরে গেলে তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় চারজন। পরে তিনি তাঁর মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান।
অন্ধকারে দুর্বৃত্তদের কাউকে চিনতে পারেননি বলে হনুফা বেগম জানিয়েছেন। তিনি জানান, এলাকার কিছু বখাটে যুবক প্রায়ই স্কুলে যাওয়ার পথে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করত। এ নিয়ে এলাকায় বিচার-সালিশও হয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, খবর পেয়ে সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আশরাফকে আটক করা হয়েছে।
ওসি বলেন, গলায় উপর্যুপরি ছুরিকাঘাত করে সূর্যকে হত্যা করা হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এ ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি।