ডিসেম্বরের শেষ সপ্তাহে পৌর নির্বাচন : শাহ নেওয়াজ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/12/photo-1447322724.jpg)
ডিসেম্বরের শেষ সপ্তাহে পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ। তিনি জানান, নির্বাচনের তফসিল আগামী সপ্তাহে ঘোষণা করা হবে।
আজ বৃহস্পতিবার চাঁদপুরে ব্যক্তিগত সফরে এসে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার।
দুপুরে চাঁদপুর পৌরসভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহ নেওয়াজ বলেন, ‘ডিসেম্বরের শেষ সপ্তাহে পৌর নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সে অনুযায়ী কাজ এগিয়ে চলছে। কেননা পৌরসভাগুলোর পাঁচ বছর পূর্তির ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে।’
নির্বাচন কমিশনার আরো বলেন, ‘আগে স্থানীয় সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে, তা নির্দলীয় ভিত্তিতে হয়েছে। আর এখন তা অর্ডিন্যান্স করে দলীয় ভিত্তিতে করার সিদ্ধান্ত হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা আচরণবিধি এবং নির্বাচন পরিচালনাবিধি পরিবর্তন করে সেগুলো আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আশা করছি, আজকের মধ্যেই তা চলে আসবে। এলেই আমরা সামনের সপ্তাহে একটি সভায় বসে তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেব।’
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদসহ অন্যরা।