রাসিক প্যানেল মেয়র নুরুন্নাহার কারাগারে
নাশকতার একটি মামলায় রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-৩ ও মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম আহ্বায়িকা নুরুন্নাহার বেগমের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আলতাফ হোসেন এ আদেশ দেন। এর আগে সকালে আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করেন।
নুরুন্নাহার বেগমের আইনজীবী রইসুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, গত ৫ জানুয়ারি নগরীর কাদিরগঞ্জ এলাকায় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ওই ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা করেন।
মামলায় নুরুন্নাহার বেগমকে আসামি করা হয়নি। তবে তদন্ত শেষে গত ১৬ মে পুলিশ আদালতে ওই মামলার অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে নুরুন্নাহার বেগমকে পুলিশ এজাহারনামীয় ১১ নম্বর আসামি হিসেবে উল্লেখ করে। নুরুন্নাহার বেগম রাসিকের ৯ নম্বর জোনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর।
রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন জানান, বিগত দিনে রাজনৈতিক আন্দোলনের সময় পুলিশ বেশ কয়েকটি মামলায় নির্বাচিত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে আসামি করে। এর জের ধরে গত ৭ মে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জসিম উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক চিঠিতে মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্ত করা হয়। একইভাবে পুলিশের দায়ের করা নাশকতার মামলায় রাসিকের ১ ও ২ নম্বর প্যানেল মেয়রকেও জড়ানো হয়েছে। ৩ নম্বর প্যানেল মেয়র নুরুন্নাহার বেগমের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় আইন অনুযায়ী তিনি সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেন।
শফিকুল হক মিলন আরো জানান, সরকার বিএনপিপন্থী নির্বাচিত কোনো প্রতিনিধিকে স্থানীয় সরকারের দায়িত্ব থেকে দূরে রাখার যে নীতি গ্রহণ করেছে, তা বাস্তবায়নের জন্য গত ১৬ মে পুলিশ বোয়ালিয়া মডেল থানার একটি নাশকতার মামলায় রাসিকের প্যানেল মেয়র-৩ নুরুন্নাহার বেগমকেও আসামি করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
নুরুন্নাহার বেগমের পক্ষে রাজশাহী আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন ও বর্তমান সাধারণ সম্পাদক জমসেদ আলী আদালতে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পিপি আব্দুস সালাম জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আলতাফ হোসেন জামিন নামঞ্জুর করে নুরুন্নাহার বেগমকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বিকেলে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

শ. ম সাজু, রাজশাহী