বাসের ধাক্কায় গৃহবধূ নিহত, ব্যাংক কর্মকর্তা স্বামী আহত
গোপালগঞ্জে বাসের ধাক্কায় শিখা খানম (৪৬) নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর স্বামী কৃষি ব্যাংক কর্মকর্তা কাজী নাজবুল ইসলাম।
মোটরসাইকেলে করে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার নিমতলী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কাজী নাজবুল ইসলাম গোপালগঞ্জ সদর উপজেলার কৃষি ব্যাংক কাঠি শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি স্ত্রীকে নিয়ে জেলা শহরের মৌলভীপাড়ায় থাকতেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানিয়েছেন, স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে সদর উপজেলার আড়পাড়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। ঘটনাস্থলে গোপালগঞ্জ থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী শিখা ও তাঁর স্বামী আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। শিখার অবস্থার অবনতি হলে খুলনায় নেওয়ার পথে বিকেল পৌনে ৪টার দিকে তিনি মারা যান।