মোটরসাইকেলসহ পুকুরে পড়ে ইউপি চেয়ারম্যান নিহত
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মোল্লা। ছবি : সংগৃহীত
গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের পানিতে পড়ে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা (৪৬) নিহত হয়েছেন। আজ বুধবার রাত সোয়া ৮টার দিকে কাশিয়ানীর ভুলবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এমদাদুল হক মোল্লা ফুকরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাশিয়ানী উপজেলার ভুলবাড়িয়া গ্রামের মোসলেম মোল্লার ছেলে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, রাতে মোটরসাইকেলে করে ইউপি চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে এসে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নিজের পুকুরের পানিতে মোটরসাইকেল নিয়ে পড়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারলে হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই ইউপি চেয়ারম্যানের লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ