পঞ্চগড়ে আ.লীগ কার্যালয়ে আগুন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/02/photo-1425268892.jpg)
পঞ্চগড় শহরে আওয়ামী লীগের দুটি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শহরের তেঁতুলিয়া বাসস্ট্যান্ডে পার্ক করা দুটি বাসেও পেট্রল দিয়ে আগুন দেওয়া হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে এসব ঘটনা ঘটে।
পঞ্চগড় ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আবদুল মালেক জানান, মোটরসাইকেলে আসা মুখোশ পরা কয়েকজন যুবক পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের মিঠাপুকুর এলাকায় সাইম স্বপ্নিল ও জয় স্বাক্ষর নামে বাস দুটিতে পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে দুর্বৃত্তরা সদর উপজেলার পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের জগদল ও পঞ্চগড়-দেবীগঞ্জ সড়কের টুনিরহাট এলাকায় দুটি আওয়ামী লীগ কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। তাঁরা জগদল বাজার আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়ে পালানোর সময় টহলরত আনসার সদস্যরা তাদের ধাওয়া করে। পরে আগুন নেভাতে গিয়ে মোসলেম (২৬), আমিরুল হক (৪৮) ও জমিরুল ইসলাম (২০) নামের তিন আনসার সদস্য আহত হন। আগুনে কার্যালয়টির আসবাব ও দরজা-জানালা পুড়ে যায়।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিউল গণি বলেন, ‘বাসে ও আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি।’