জয়পুরহাটে চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান
অধিক জমিতে বেশি করে আখ চাষের আহ্বান
জয়পুরহাট সুগার মিলস লিমিটেডের কেজি এবং উচ্চ বিদ্যালয় চত্বরে গতকাল শুক্রবার বিকেলে আখচাষি সমাবেশে উপস্থিত লোকজন। ছবি : এনটিভি
অধিক জমিতে উন্নত জাতের বেশি করে আখ চাষ করে চিনিশিল্পকে বিকশিত করতে চাষিদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন। এ ব্যাপারে তিনি আখচাষিদের উন্নত বীজ ও সার সরবরাহ, ভর্তুকি প্রদানসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
গতকাল শুক্রবার বিকেলে দেশের বৃহত্তম চিনিকল জয়পুরহাট সুগার মিলস লিমিটেডের কেজি এবং উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত এক আখচাষি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান এই আশ্বাস দেন।
এ সময় সমাবেশে চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের ইক্ষু উন্নয়ন ও গবেষণা বিভাগের পরিচালক কৃষিবিদ আজিজুর রহমান, জয়পুরহাট সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালামসহ আখচাষি কল্যাণ সমিতির নেতা ও বিভিন্ন এলাকার আখচাষিরা বক্তব্য দেন।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট