খুলনায় বিভিন্ন স্থানে আটক ৩৩
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/02/photo-1425276732.jpg)
খুলনার আটটি থানা এলাকা থেকে নাশকতার আশঙ্কায় ৩৩ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলার আসামিও রয়েছে। গতকাল রোববার থেকে আজ সোমবার সকাল পর্যন্ত তাদের আটক করা হয় বলে জানান খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার মনিরুজ্জামান।
এদিকে, টানা অবরোধ আর হরতালের সমর্থনে শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির। নগরীর গল্লামারী বাইপাস সড়কে সকালে তারা ঝটিকা মিছিল করে। পরে পুলিশ আসার খবর পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
হরতালে নগরীতে তেমন প্রভাব না থাকলেও কয়েকটি জায়গায় দোকান বন্ধ রয়েছে। নগরীতে পুলিশ, র্যাব ও বিজিবির টহল জোরদার করা হয়েছে।