ফরিদপুরে চারজনকে পিটিয়ে হত্যায় মামলা, আসামি ১০০০
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/15/photo-1447573059.jpg)
ফরিদপুরের সদর উপজেলার চৌধুরীডাঙ্গী গ্রামে ডাকাত সন্দেহে চারজনকে গণধোলাই দিয়ে হত্যার ঘটনায় দুটি মামলা করা হয়েছে। একটি ডাকাতির, অন্যটি হত্যার ঘটনায়। গতকাল শনিবার রাতে মামলা দুটি দায়ের করা হয়। এর মধ্যে হত্যা মামলাটিতে গ্রামের এক হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
জানা গেছে, ডাকাতির ঘটনায় গৃহকর্তা মোমিন শেখ বাদী হয়ে ১০/১২ জনকে আসামি করে মামলা করেন। এটার তদন্ত করছেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন।
অন্যদিকে, চার ডাকাতকে হত্যার ঘটনায় এক হাজার গ্রামবাসীকে আসামি করে দ্বিতীয় মামলাটি করেছেন পুলিশ উপপরিদর্শক (এসআই) শাহ আলম। এটা তদন্ত করছেন এসআই মো. শাহীন।
ফরিদপুর কোতোয়ালি মডেল থানার এসআই মো. বেলাল জানান, নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। একজন হলেন বোয়ালমারী উপজেলার চতুল গ্রামের মো. খোকন, আরেকজন হলেন চতুল গ্রামের তুষার মীর। এ দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, অপর লাশ দুটি মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার ভোরে চৌধুরীডাঙ্গী গ্রামে মমিন শেখ, মতিন শেখ, রশিদ শেখ ও নিজাম শেখের বাড়িতে ১০/১২ জনের ডাকাত দল হানা দেয়। ডাকাতরা বাড়ির সবাইকে জিম্মি করে টাকা, স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন চিৎকার দিলে এলাকাবাসী চারদিক থেকে তাদের ঘেরাও করে চারজনকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যায়।