সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা নিহত, ছেলে দৃষ্টিহীন
মাদারীপুরের এক মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক বেলুন বিক্রেতা নিহত হয়েছেন। দগ্ধ হয়ে দৃষ্টিশক্তি হারিয়েছেন বিক্রেতার এক ছেলে। আরেক ছেলেসহ দগ্ধ হয়েছেন মোট পাঁচজন।
আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে কালকিনি উপজেলার গোপালপুর গ্রামের কুণ্ডুবাড়ির মেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজ সরদারের (৫২) বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামে। মেলায় তিনি গ্যাস বেলুন বিক্রি করছিলেন।
দগ্ধ ব্যক্তিরা হলেন কালকিনির বালিগ্রামের আসলাম খান (৩০), মাদারীপুর পৌরসভার পানিছত্র এলাকার শাহাদাত (২৫), গৌরনদীর জুয়েল (২৫) এবং সিরাজ সরদারের দুই ছেলে সুমন সরদার (২৪) ও হৃদয় সরদার (১৮)। সুমন ও হৃদয় ছাড়া বাকিরা দর্শনার্থী বলে জানিয়েছে পুলিশ।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা জানান, আজ সকালে কুণ্ডুবাড়ির মেলায় বেলুনে গ্যাস ভরার সময় প্রচণ্ড শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য সিরাজ সরদারের লাশ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা এনামুল হক জুয়েল জানান, আহতের শরীরের বিভিন্ন স্থান কেটেছিঁড়ে গেছে। আহত হৃদয়ের চোখ নষ্ট হয়ে গেছে বলেও তিনি নিশ্চিত করেন। প্রথমে আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় জুয়েল, সুমন ও হৃদয়কে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।