ক্ষমতায় গেলে বিএনপি সন্ত্রাসের বিরুদ্ধে লড়বে : রিপন
বিএনপি ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতা পরিচালনার দায়িত্ব পেলে সন্ত্রাসের বিরুদ্ধে, উগ্রবাদের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করবে।
আজ রোববার রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও মুখপাত্র আসাদুজ্জামান রিপন। এ সময় তিনি বলেন, ফ্রান্সের রাজধানী প্যারিসে যে লোমহর্ষক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের দল আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশে রয়েছে।’
এ সময় বিএনপির মুখপাত্র নন-এমপিও ক্যাটাগরির শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানান। তিনি বলেন, গত প্রায় তিন সপ্তাহ ধরে দেশের নন-এমপিও ক্যাটাগরির শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা তাঁদের ন্যায্য দাবি তুলে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সরকার বিষয়টির প্রতি মোটেই সহানুভুতিশীল বলে মনে হচ্ছে না। শিক্ষামন্ত্রী বলেছেন-বাজেট বাড়ানো ছাড়া নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা সম্ভব নয়। শিক্ষামন্ত্রীর বাজেটের অজুহাত মোটেই গ্রহণযোগ্য নয়। কেননা আমরা দেখছি প্রতিবছর বাজেটের শৃঙ্খলা ভেঙে সরকার অনেক কিছুই করে থাকে।
শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষকদের মর্যাদা সবার ওপরে কিন্তু সরকারের আচরণে সে কথা হাস্যকর মনে হয়। সরকার এভাবে শিক্ষকদের অপমান করবে, এটা কি জাতি মেনে নিতে পারে?’
পাশাপাশি বিএনপির পক্ষ থেকে অনতিবিলম্বে কেন্দ্রীয়ভাবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের পরীক্ষা পদ্ধতি চালু করার আহ্বান জানানো হয়।