বান্দরবানে প্রার্থী বাছাই নিয়ে সংশয়ে বিএনপি
পৌরসভা নির্বাচন আসন্ন। এতে অংশ নেওয়ার আভাস দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। তৃণমূল পর্যায়ে তাই দৌড়ঝাঁপ অব্যাহত রেখেছেন সম্ভাব্য প্রার্থীরা। এ কাজে পিছিয়ে নেই পার্বত্য জেলা বান্দরবান। তবে জেলায় মেয়রসহ অন্যান্য পদে প্রার্থী চূড়ান্ত করা নিয়ে সংশয় রয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে।
অনুসন্ধানে জানা যায়, লামায় সম্ভাব্য মেয়র প্রার্থীদের দৌড়ে এগিয়ে আছেন পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি আমির হোসেন। আর বান্দরবানে এগিয়ে আছেন পৌরসভার বর্তমান মেয়র ও জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজা। তাঁরা দুজনই নিজ নিজ এলাকায় জনপ্রিয়।
তবে জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরীর সঙ্গে বিরোধ আছে জাবেদ রেজার। তাই বান্দরবান পৌরসভায় বিকল্প প্রার্থীর কথা চিন্তা করছেন জেরী গ্রুপের নেতাকর্মীরা। এ ক্ষেত্রে সম্ভাব্য বিকল্প প্রার্থী হচ্ছেন পৌর বিএনপির সভাপতি নাছির চৌধুরী।
এদিকে, বান্দরবানে মেয়র প্রার্থী চূড়ান্ত করা নিয়ে বিএনপির দুটি পক্ষ দ্বিধাবিভক্ত অবস্থানে থাকলেও লামার বিষয়টি ভিন্ন। এ পৌরসভায় বর্তমান মেয়র আমির হোসেনের প্রার্থিতা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে তেমন সংশয় নেই।
নেতাকর্মীদের গণভোটের মাধ্যমে আওয়ামী লীগ এরই মধ্যে নিজেদের মেয়র প্রার্থী একরকম চূড়ান্ত করে ফেলেছে। লামা পৌরসভায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম এবং বান্দরবান পৌরসভায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম বেবীর নাম ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে।
এর পরও বান্দরবান পৌরসভায় আওয়ামী লীগের আরো কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর এবং পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ। আর লামা পৌরসভায় আওয়ামী লীগের সম্ভাব্য অন্য প্রার্থীরা হচ্ছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তফা জামান।
জাতীয় পার্টি (জাপা) বান্দরবান পৌরসভায় সাবেক মেয়র মিজানুর রহমান বিপ্লবকে প্রার্থী ঘোষণা করেছে। তবে জেলার দুই পৌরসভায় জামায়াতে ইসলামী এবং আঞ্চলিক রাজনৈতিক সংগঠনগুলোর কোনো প্রার্থী এখনো মাঠে নামেননি।