সালথায় ২ ইয়াবা ব্যবসায়ীর কারাদণ্ড
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/16/photo-1447688854.jpg)
ফরিদপুরের সালথা উপজেলায় সমীর সাহা (৩৫) ও শাহ আলম (২৮) নামের দুই ইয়াবা ব্যবসায়ীকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্টেট বিশ্বাস রাসেল হোসেন উভয়কে আট মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
সালথা থানার উপপরিদর্শক (এসআই) মো. জিল্লুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানা পুলিশ গত রোববার সন্ধ্যায় উপজেলার খেয়াঘাট ব্রিজের পাশ থেকে সালথা গ্রামের সমীর ও একই গ্রামের শাহ আলমকে ৪০টি ইয়াবাসহ আটক করা হয়।
আজ সকালে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বিচারক তাঁদের আট মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।