শিমুলিয়া-কাওরাকান্দিতে ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশায় পৌনে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাওরাকান্দি পর্যন্ত নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ফেরি চলাচল আবার শুরু হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ফেরি চলাচল বন্ধের ঘোষণা দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এতে পারাপারের অপেক্ষায় ফেরিঘাটে আটকা পড়ে শত শত যানবাহন।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা বাড়তে থাকে। এমন পরিস্থিতে ঝুঁকি এড়াতে রাত ৩টা থেকে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল। এতে মাঝ নদীতে নোঙর করে আটটি ফেরি। এগুলোতে ছিল পণ্য ও যাত্রীবাহী শতাধিক যানবাহন।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, মাওয়া-কাওরাকান্দি নৌপথে অনেক ডুবোচর আছে। ঘন কুয়াশায় এগুলোতে ফেরি আটকে যাওয়ার আশঙ্কা থাকে। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। তবে কুয়াশা কাটার সঙ্গে সঙ্গে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ঘন কুয়াশার কারণে গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ওই নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। তবে ধীরে ধীরে কুয়াশা কাটতে শুরু করায় সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল শুরুর ঘোষণা দেয় বিআইডব্লিউটিসি।