নীলফামারীতে ১৩ জামায়াতকর্মী আটক
নীলফামারী জেলায় গত ২৪ ঘণ্টায় জামায়াত-শিবিরের ১৩ জন কর্মীকে আটক করেছে পুলিশ। তাদের আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতামূলক কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের অভিযোগে ১৫১ ধারায় জামায়াত-শিবিরের ইউনিয়ন পর্যায়ের সক্রিয় এসব কর্মীকে আটক করা হয়।
এদের মধ্যে সদরে উপজেলায় চারজন, ডোমারে তিনজন, জলঢাকায় চারজন, কিশোরগঞ্জ ও সৈয়দপুরে একজনকে আটক করা হয়েছে।

মো. মোস্তফা আবিদ, নীলফামারী