মুজাহিদের গ্রামের বাড়িতে জড়ো হচ্ছেন জামায়াত নেতারা
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফরিদপুরের গ্রামের বাড়িতে জড়ো হচ্ছেন দলটির নেতা-কর্মীরা।
আজ শনিবার সন্ধ্যার পর থেকেই জামায়াতের মধ্যম সারির নেতা ও কর্মীরা শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় জড়ো হতে থাকেন। রাতে জামায়াত-শিবিরের বিভিন্ন সারির অর্ধশত নেতা-কর্মী সেখানে জড়ো হন। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন।
তবে তাঁরা কেউ নিশ্চিত করতে পারেননি সেখানে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের দাফন করা হবে কি না। পরিবারের সদস্যরা মুজাহিদের সঙ্গে দেখা করার পর ছেলে আলী আহমেদ মাবরুর ও ভাই আলী আহমেদ খালেক এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জামায়াত নেতারা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানিয়েছেন, পশ্চিম খাবাসপুরে জামায়াত পরিচালিত আইডিয়াল ক্যাডেট কলেজের পাশে মাওলানা আবদুল আলী ট্রাস্ট প্রাঙ্গণে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে দাফনের সম্ভাবনা রয়েছে।