মুজাহিদের দাফন হবে ফরিদপুরে
১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের লাশ ফরিদপুরে দাফন করা হবে।
জেলা শহরের পশ্চিম খাবাসপুরে জামায়াতে ইসলামী পরিচালিত আইডিয়াল ক্যাডেট মাদ্রাসার পাশে মাওলানা আবদুল আলী ট্রাস্ট প্রাঙ্গণে তাঁর লাশ দাফন করা হবে। ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবদুত তাওয়াত এ তথ্য জানিয়েছেন।
এদিকে শনিবার সন্ধ্যার পর থেকেই জামায়াতের মধ্যম সারির নেতারা পশ্চিম খাবাসপুর এলাকায় জড়ো হয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা মুজাহিদের সঙ্গে দেখা করার পর দাফনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। রাত দেড়টার পর আবদুল আলী ট্রাস্ট প্রাঙ্গণে কবর খোঁড়া হয়।
কবরের স্থানটি পুলিশ সদস্যরা ঘিরে রেখেছেন। তাঁরা সেখানে সাংবাদিকদের যেতে দিচ্ছেন না।
শনিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকায় কেন্দ্রীয় কারাগারে আলী আহসান মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়। একই সঙ্গে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় কার্যকর করা হয়।