চট্টগ্রামে সরকারি ওষুধ ফার্মেসিতে পাচার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/23/photo-1448280040.jpg)
চট্টগ্রামে সরকারি হাসপাতালের বিনামূল্যের ওষুধ ফার্মেসিগুলোতে পাচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জেলা প্রশাসক। এসব ঘটনায় হাসপাতালের কর্মকর্তা, নার্সসহ বেশ কিছু কর্মচারী জড়িয়ে পড়েছেন বলে জানান তিনি।
আজ সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
সভায় সিভিল সার্জন ডা. আজিজুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী রঞ্জন অধিকারী, অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, উপজেলা পরিষদগুলোর চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার পাশাপাশি উপজেলা পর্যায়ে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান জোরদার এবং সরকারি হাসপাতালের ওষুধ বাইরে বিক্রি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সম্প্রতি চট্টগ্রাম জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বেশ কয়েকটি ফার্মেসি থেকে বিপুল বিনামূল্যের সরকারি ওষুধ জব্দ ও জেল-জরিমানা করেন।