বন্যা যুক্তরাষ্ট্রের পথে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/03/photo-1425393661.jpg)
উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের পথে রওনা হয়েছেন লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। অভিজিৎ রায়ের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অজয় রায় আজ মঙ্গলবার সন্ধ্যায় এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অজয় রায় বলেন, ‘বন্যার চিকিৎসার যাবতীয় দায়িত্ব মার্কিন দূতাবাস পালন করছে। আমার জানা মতে, বন্যার চিকিৎসার জন্য হংকং থেকে একজন চিকিৎসক ঢাকায় এসেছিলেন এবং তাঁকে গত রাতে (সোমবার) যুক্তরাষ্ট্রে নিয়ে গেছেন।’
‘বন্যাকে বহনকারী বিমানটি এখন সম্ভবত ইস্তাম্বুল বিমানবন্দর পার হয়েছে।’ বলেন অধ্যাপক অজয় রায়। আজ মঙ্গলবার রাতেই বন্যার যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কথা।
অভিজিতের হত্যাকাণ্ডের তদন্তে সহায়তা করতে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইর বাংলাদেশে আসা সম্পর্কে এক প্রশ্নের জবাবে অজয় রায় জানান, অভিজিৎ ও বন্যা মার্কিন নাগরিক হওয়ায় এই বিষয়ে যুক্তরাষ্ট্রের চাপ রয়েছে। তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের পেছনের ব্যক্তিদের চিহ্নিত করতে সর্বোচ্চ চেষ্টা করবে বলে এফবিআই আমাদের নিশ্চিত করেছে। আমার জানা মতে, তারা এ বিষয়ে কাজ শুরু করে দিয়েছে।’
এর আগে শুদ্ধস্বর প্রকাশনীর কর্ণধার আহমেদুর রশিদ টুটুল এনটিভি অনলাইনকে দুপুরে জানিয়েছিলেন, মঙ্গলবার যেকোনো সময় বন্যাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হতে পারে।
গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় একদল দুর্বৃত্ত কুপিয়ে হত্যা করে অভিজিৎ রায়কে। সে সময় অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকেও জখম করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় রাফিদাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।