পাওয়ার টিলার উল্টে শিশু নিহত
নীলফামারীর ডিমলা উপজেলায় পাওয়ার টিলার উল্টে শামীম (৬) নামের এক শিশু নিহত হয়েছে। তার বাবার নাম মোজাম্মেল হক। ডিমলা উপজেলার শোভানগঞ্জ বালাপাড়া গ্রামে তাদের বাড়ি। সোমবার বিকেলে জমিতে চাষ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকার পাওয়ার টিলারচালক এফাজ উদ্দিন তাঁর নিজের পাওয়ার টিলার দিয়ে নিজ জমিতে চাষ করছিলেন। একপর্যায়ে পাওয়ার টিলারের স্টার্ট রেখেই বাড়ি ফিরে যান। এ সময় ওই গ্রামের মোজাম্মেল হকের একমাত্র ছেলে শামীম এসে পাওয়ার টিলারের সিটে বসে হ্যান্ডেল নাড়াচাড়া করতে থাকে। এ সময় পাওয়ার টিলারটি নিউট্রাল অবস্থা থেকে গতিশীল হলে উল্টে গিয়ে শিশুটি আহত হয়।
গুরুতর আহতাবস্থায় শিশুটিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এ ব্যাপারে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন খান জানান, এ ঘটনায় ডিমলা থানায় একটি মামলা হয়েছে।

মো. মোস্তফা আবিদ, নীলফামারী