৫৬ বস্তা ভারতীয় জিরা উদ্ধার, কাভার্ডভ্যানের চালক আটক
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা শহরের রেলগেট এলাকা থেকে বুধবার রাতে এক ভ্যান চোরাই ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। জিরা বহনকারী কাভার্ডভ্যানসহ এর চালক রেজাউল ইসলামকে (২৯) আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার (আজ) রাত সাড়ে ৮টার দিকে আক্কেলপুর উপজেলার পৌর সদরের রেলগেট চত্বরে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় একটি কাভার্ডভ্যানের গতিরোধ করে রাজনৈতিক দলের নেতাকর্মীসহ স্থানীয় জনতা। ভ্যানের ভেতরে কী আছে জানাতে চাওয়া হলে চালক সে তথ্য জানাতে অস্বীকৃতি জানান। পরে উপস্থিত এলাকাবাসী কাভার্ডভ্যানটিকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানটি নিজেদের হেফাজতে আক্কেলপুর থানায় নিয়ে যায়।
রাতেই জয়পুরহাট জেলা সদর থেকে সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল আক্কেলপুর থানায় এসে পৌঁছার পর স্থানীয় জনতার সামনে কাভার্ডভ্যানের তালা খুলে ফেলা হয়। ওই সময় ভ্যানের ভেতর থেকে ৫৬টি বস্তায় আট লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
আটক কাভার্ডভ্যানের চালক রেজাউল ইসলাম বগুড়া জেলা সদরের নিশিন্দা গ্রামের আফজাল হোসেনের ছেলে। আটকের পর তিনি স্বীকার করেন, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে রাতের বেলা গোপনে ভারতীয় জিরা জেলার জামালগঞ্জ এলাকা থেকে বগুড়ায় নিয়ে যাচ্ছিলেন।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, ভারতীয় জিরা উদ্ধার ও চালক আটকের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট