পরিত্যক্ত পানিতে পড়ে শিশুর মৃত্যু
নীলফামারীর ডিমলায় বাড়িতে ব্যবহৃত নলকূপের পরিত্যক্ত জমানো পানিতে পড়ে ফারহানা আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই উপজেলার সদর ইউনিয়নের পঁচারহাট ঝাকুয়াপাড়ার ফরিদুল ইসলামের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় শিশুটি বাড়িতে একাই ছিল। বুধবার বিকেলে বাবা ও মা তাকে বাড়িতে রেখে ফসলের মাঠে কাজ করতে যায়। সন্ধ্যার পর বাড়িতে ফিরে এসে দেখেন শিশু ফারহানা বাড়িতে নেই। অনেক খোঁজাখুঁজির পর বাড়ি সংলগ্ন নলকূপের পরিত্যক্ত পানির নর্দমায় শিশুটির লাশ দেখা যায়।
ডিমলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মোস্তফা আবিদ, নীলফামারী