চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/26/photo-1448552645.jpg)
চট্টগ্রামে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের ওপর এবার হামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর আকবর শাহ থানাধীন লেকসিটি আবাসিক এলাকায় উচ্ছেদ অভিযানের সময় এ হামলা হয়।
অবৈধভাবে গড়ে ওঠা ঘরবাড়ি উচ্ছেদ করতে গেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরীনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতকে তাড়া করে স্থানীয় লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ নয়টি ফাঁকা গুলি ছুড়ে। তবে কেউ আহত হয়নি বলে দাবি করেছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ কুমার দাস।
সুদীপ কুমার দাস জানান, সিটি করপোরেশনের লেকসিটি আবাসিক প্রকল্পে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ আবাসিক এলাকায় অবৈধভাবে জমি দখল করে ঘরবাড়ি গড়ে তুলেছে প্রভাবশালী কিছু ব্যক্তি। সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন আজ দুপুরে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে গেলে তাঁকে বাধা দেন স্থানীয় লোকজন। একপর্যায়ে তাঁরা ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরীন ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নয়টি ফাঁকা গুলি করে।
ওসি জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ভ্রাম্যমাণ আদালত চার-পাঁচটি অবৈধ ঘর উচ্ছেদ করে।
এর আগে গত মঙ্গলবার সকালে চট্টগ্রামে ব্যবসায়ীদের বাধায় পণ্ড হয়ে যায় ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। নগরীর কোতোয়ালি থানাধীন কেসিদে রোড এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় পুলিশের দুই সদস্যসহ ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় ১২ জন ব্যবসায়ী নেতাসহ ২০০ জনকে আসামি করে মামলা করে প্রশাসন।