রুমা-থানছি বিদ্যুৎ সাব-স্টেশনের উদ্বোধন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/26/photo-1448554848.jpg)
বান্দরবানে প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে জেলার রুমা-থানছি উপজেলা বিদ্যুৎ সাব-স্টেশন উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বান্দরবানের চিম্বুক এলাকায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর আনুষ্ঠানিকভাবে উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেছেন, ‘স্বাধীনতার ৪৪ বছর পর বান্দরবানের দুর্গম থানছি উপজেলা বিদ্যুতের আলোয় আলোকিত হবে। থানছি উপজেলাসহ আশপাশের পাহাড়ি গ্রামগুলোতে বিদ্যুৎ সংযোগ লাইনের কাজ শুরু হয়েছে। বিদ্যুতের সঙ্গে থানছি-রুমা উপজেলার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটবে।’
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীগুলোর মাঝে সম্প্রীতির বন্ধন ক্রমেই শক্তিশালী হচ্ছে। বাড়ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। বিদ্যুৎ সরবরাহ চালু হলে থানছিবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের সঙ্গে বাড়বে নাগরিক সুযোগ-সুবিধাও।’
বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মতিউর রহমান জানান, বিদ্যুৎ বিভাগের অর্থায়নে ওয়াইজংশন থেকে থানছি উপজেলা পর্যন্ত ৫৪ কিলোমিটার বিদ্যুৎ সংযোগ লাইন স্থাপনের কাজ শুরু হয়েছে। ওয়াইজংশনে থানছি-রুমা দুটি উপজেলার বিদ্যুৎ সাব-স্টেশন নির্মাণ করা হয়েছে প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে। দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে থানছি উপজেলা বিদ্যুতের আলোয় আলোকিত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. হারুনর রশিদ, রাঙামাটির বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মতিউর রহমান, থানছি উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং, থানছি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মী পদ দাশ, থানছি সদর ইউপি চেয়ারম্যান মাংসার ম্রো প্রমুখ।