চট্টগ্রামে গণপিটুনিতে একজন নিহত
চট্টগ্রামের ফটিকছড়ির নিশ্চিন্তাপুর গ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে বেলাল উদ্দিন (২৫) নামের একজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সাংবাদিক ইউনুচ মিয়া জানান, মঙ্গলবার দিবাগত রাতে ফটিকছড়ির সমিতির হাট ইউনিয়নের নিশ্চিন্তাপুর গ্রামের প্রবাসী রফিক উদ্দিনের ঘরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল আট-দশজনের একটি দল। গ্রামের লোকজন ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে মাইকের মাধ্যমে খবর ছড়িয়ে দেয়। এ সময় শত শত লোক গ্রাম ঘেরাও করে এক ডাকাতকে ধরে ফেলে। অন্যরা পালিয়ে যায়। এ সময় গণপিটুনিতে ঘটনাস্থলেই বেলাল উদ্দিনের মৃত্যু হয়।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি রাতে একই গ্রামের হারুন কালুর বাড়িতে ডাকাতির সময় জামাল উদ্দিন নামের এক ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী।
সমিতির হাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আইয়ুব আলী জানান, একটি মাইক্রোবাসে করে ডাকাত দলটি নানুপুর হয়ে হেঁটে নিশ্চিন্তাপুর গ্রামে আসে। গ্রামবাসী বিষয়টি আঁচ করতে পেরে সজাগ হয়ে যায়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, বেলাল উদ্দিনের পরিচয় পাওয়া যায়নি। তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. ইউসুফ জানান, গ্রামে দীর্ঘদিন ধরে ডাকাতির উপদ্রব বেড়ে যাওয়ায় গ্রামবাসী পাহারার ব্যবস্থা করে। প্রশাসনের দুর্বলতার কারণে অপরাধ বাড়ছে।