সুন্দরবনে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই
মংলার পূর্ব সুন্দরবনে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন মনির (৩২) ও নূর মোহাম্মদ ওরফে ভোলা মামা (৪০)। র্যাব দাবি করেছে, বনদস্যু মনির বাহিনীর প্রধান ছিলেন মনির (৩২) এবং বেল্লাল বাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ নেতা ছিলেন নূর।
র্যাব আরো জানিয়েছে, ঘটনাস্থল থেকে ১৮টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের উরুবারিয়ার খালে এ বন্দুকযুদ্ধ হয়।
র্যাব ৮-এর সিও লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলম জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে ল্যাব সদস্যরা আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উরুবারিয়ার খালে যায়। সেখানে আগে থেকে অবস্থান নিয়ে থাকা মনির বাহিনীর বনদস্যুরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার জন্য র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। উভয়ের মধ্যে প্রায় আধঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধের একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মনির।
ওই কর্মকর্তা আরো জানান, পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পাঁচটি একনলা বন্দুক, সাতটি ওয়ানশুটার গান, চারটি কাটা রাইফেল, একটি দোনলা বন্দুক, একটি পয়েন্ট ২২ রাইফেল, ২০১টি গুলি, সাতটি ধারালো অস্ত্র উদ্ধার করে র্যাব।
লাশ দুটি মংলা থানা পুলিশের কাছে হন্তান্তরের পর সকালেই ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত মনিরের বাড়ি খুলনার কয়রা ও ভোলার বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ এলাকায়।

আবু হোসাইন সুমন, মোংলা