মুন্সীগঞ্জে পিস্তল ও গুলিসহ তিনজন গ্রেপ্তার
মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বানিয়াল গ্রাম থেকে যুক্তরাষ্ট্রের তৈরি পিস্তল ও তিনটি গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মেহেদী হাসান অংকন (২৭), হুমায়ুন কবির (২২) ও ইয়া রাসুল (২৫)।
তাঁরা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানা গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পদ্মা নদীঘেঁষা বাংলাবাজার ইউনিয়নের বানিয়াল এলাকায় আজ বিকেলে অভিযান চালায় পুলিশ।এ সময় পুলিশের তালিকাভুক্ত তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার ও তাদের কাছে থাকা ম্যাগাজিন ভর্তি যুক্তরাষ্ট্রে তৈরি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়।