হার্ডিঞ্জ ব্রিজের শতবর্ষ পূর্তি উদযাপন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/04/photo-1425480320.jpg)
উৎসবে-আনন্দে পাবনার ঈশ্বরদীতে উদযাপন করা হলো ব্রিটিশ স্থাপত্যশৈলীর অনন্যনিদর্শন ঐতিহ্যবাহী পাকশী হার্ডিঞ্জ ব্রিজের শতবর্ষ পূর্তি। আজ বুধবার বিকেলে হার্ডিঞ্জ ব্রিজের পাশে এই আয়োজন করে স্থানীয় খেলাঘর, উদীচী ও স্পন্দন সাউন্ড সিস্টেম।
উৎসবের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন অতিথিরা। এরপর কেক কেটে হার্ডিঞ্জ ব্রিজের শতবর্ষ উদযাপন করেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য আজিজুর রহমান শরীফ। শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন প্রবীণ বাম রাজনীতিবিদ কমরেড জসিম মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে ব্রিজটিকে আরো শত শত বছর টিকিয়ে রাখার দাবি জানান।
উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের শিল্পীরা নাচ ও গান পরিবেশন করেন।