নীলফামারীতে বাসচাপায় সাইকেল আরোহী নিহত
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাসচাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ২টা দিকে রংপুর-জলঢাকা মহাসড়কের গাড়াগ্রাম চৌরাস্তা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নায়েব আলীর (৫৭) বাড়ি উপজেলার মাগুরা পীর ফকিরপাড়ায়। ঘটনাস্থল থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে পরিবারের কাছে দিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বাড়ি থেকে নায়েব আলী বাইসাইকেলে করে গাড়াগ্রাম বাজারের দিকে যাচ্ছিলেন। এমন সময় জলঢাকা থেকে সিরাজগঞ্জগামী সুমী এন্টারপ্রাইজ নামের বাসটি চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওসি বলেন, বাসটি আটক করা সম্ভব হয়নি। তবে চেষ্টা চালানো হচ্ছে।

মো. মোস্তফা আবিদ, নীলফামারী