মুন্সীগঞ্জে ২ পৌরসভায় মেয়র পদে আ.লীগের ‘৫ প্রার্থী’
মুন্সীগঞ্জের দুটি পৌরসভার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মুন্সীগঞ্জ পৌরসভা ও মিরকাদিম পৌরসভায় মেয়র পদে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে রয়েছেন তিনজন।
আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত জেলা নির্বাচন কার্যালয়ে মুন্সীগঞ্জ পৌরসভায় ছয়জন ও মিরকাদিম পৌরসভায় ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
মুন্সীগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী হিসেবে হাজী মো. ফয়সাল বিপ্লব ও আওয়ামী লীগের বিদ্রোহী রেজাউল ইসলাম সংগ্রাম ও যুবলীগ নেতা আরিফুর রহমান, ইসলামী খেলাফতের প্রার্থী মো. মহিউদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী জালালউদ্দিন রুমি রাজন মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।এ ছাড়া বিএনপি প্রার্থী হিসেবে বর্তমান মেয়র এ কে এম ইরাদত মানু গতকাল বুধবার মনোনয়নপত্র দাখিল করেছেন।
অপরদিকে মিরকাদিম পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে বর্তমান মেয়র মো. শহীদুল ইসলাম শাহীন, বিএনপির প্রার্থী হিসেবে সামছুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী মনসুর আহমেদ কালাম, জাতীয় পার্টির (জেপি) মো. হোসেন রেনু, ইসলামী আন্দোলনের প্রার্থী আবদুল গফুর মিয়া ও স্বতন্ত্র প্রার্থী জামাল হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের জানান, মুন্সীগঞ্জ ও মিরকাদিম পৌরসভায় মেয়র পদে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।