ফরিদপুরে দুই পৌরসভায় উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/03/photo-1449156837.jpg)
উৎসবমুখর পরিবেশে ফরিদপুরের নগরকান্দা ও বোয়ালমারী পৌরসভার মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা।
আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে সকাল থেকেই নিজ নিজ উপজেলা নির্বাচন কমিশনার কার্যালয়ে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
নগরকান্দা পৌরসভায় মেয়র পদে নির্বাচন করার জন্য চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম ও সহকারী রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র জমা নেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রায়হান উদ্দিন মাস্টার, বিএনপির মনোনীত সাইফুর রহমান মুকুল, স্বতন্ত্র প্রার্থী বিল্লাল হোসেন মোল্লা ও মুরাদ হোসেন তাঁদের মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া মহিলা সংরক্ষিত কাউন্সিলর পদে আটজন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নগরকান্দা পৌরসভায় ভোটারের সংখ্যা সাত হাজার ৫২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩৭৭৯ এবং নারী ভোটার সংখ্যা ৩৭৫০ জন। মোট নয়টি কেন্দ্র ভোটগ্রহণ করা হবে।
বোয়ালমারী পৌরসভা নির্বাচনে মোট ছয়জন প্রার্থী মেয়র পদে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ইউএনও মু. খায়রুজ্জামান এবং সহকারী রিটানিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।
এই দিন মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মো. শাহজাহান মৃধা পিকুল, বিএনপির প্রার্থী আব্দুস শুকুর শেখ, স্বতন্ত্র প্রার্থী মোজাফফর হোসেন বাবলু মিয়া, মনিরুজ্জামান মৃধা লিটন, নাসিম খান ও সৈয়দ নিয়ামুল হাসান মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বোয়ালমারী পৌরসভায় ভোটারের সংখ্যা ১৮ হাজার ৯৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৯ হাজার ৩৪৬ জন এবং নারী ভোটার সংখ্যা ৯ হাজার ৬২৮ জন। মোট ৯টি কেন্দ্র ভোটগ্রহণ করা হবে।
আগামী ৩০ ডিসেম্বর এসব পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।