বান্দরবানে দুটি পৌরসভায় মেয়র পদপ্রার্থী ৬ জন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/04/photo-1449167113.jpg)
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বান্দরবান ও লামা পৌরসভায় মেয়র পদে ছয়জন এবং কাউন্সিলর পদে ৮০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সকালে জেলা প্রশাসন কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আবু জাফরের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের প্রার্থী মো. ইসলাম বেবী। আর বিকেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির দলীয় প্রার্থী মোহাম্মদ জাবেদ রেজা এবং জাতীয়পার্টির দলীয় প্রার্থী মিজানুর রহমান বিপ্লব। এ ছাড়া নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আটজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অপরদিকে লামা পৌরসভায় উপজেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শফিকুর রহমানের কাছে দলীয় মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রার্থী আমির হোসেন, আওয়ামী লীগের প্রার্থী জহিরুল ইসলাম এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রার্থী মোহাম্মদ ফরিদ উদ্দিন।
নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা আবু জাফর ও লামা উপজেলা রিটার্নিং কর্মকর্তা শফিকুর রহমান জানান, দুটি পৌরসভায় শান্তিপূর্ণভাবে মেয়র পদে ছয়জন, কাউন্সিলর পদে ৫৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ পাওয়া গেলেই অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ আয়োজনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।