পদ্মার জাজিরার নাওডোবা অংশে হবে তাঁতপল্লী
পদ্মা সেতুসংলগ্ন মাদারীপুরের শিবচরের কুতুবপুর ও শরীয়তপুরের জাজিরার নাওডোবা অংশে দুই হাজার কোটি টাকা ব্যয়ে তাঁতপল্লী গড়ে তোলা হবে। এর জন্য দুই হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যেই এর নির্মাণকাজ শুরু হতে পারে।
আজ শনিবার দুপুরে পদ্মা সেতু এলাকার মাদারীপুরের শিবচরের বড় কেশবপুরে তাঁতপল্লীর জন্য প্রস্তাবিত এলাকা পরিদর্শনে এসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এসব কথা বলেন। এ সময় সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী, বি এম মোজাম্মেলসহ আওয়ামী লীগের নেতা ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর প্রতিমন্ত্রীসহ নেতারা জেলার শিবচর শেখ ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দেন।
তাঁতপল্লীর প্রস্তাবিত এলাকা পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, ‘এই তাঁতপল্লীতে তাঁতিদের জন্য আবাসন, শিক্ষা, তাঁত কারখানাসহ সব সুবিধা থাকবে। যেহেতু এই এলাকায় সড়ক ও রেললাইন সুবিধা থাকবে, সেহেতু এই পল্লীর স্বল্প আয়ের মানুষদের সুবিধা হবে। তাই এই এলাকাকে তাঁতপল্লীর জন্য নির্বাচন করা হয়েছে।’