যুক্তরাষ্ট্র নিয়ে মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা বিএনপির
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে জড়িয়ে সরকারের মন্ত্রীদের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেছে বিএনপি। শনিবার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, এমন কোনো মন্তব্য করা উচিত নয় যা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করে।
বিকেলে এক সংবাদ সম্মেলনে দোষারোপের রাজনীতি না করে রাজনৈতিক সংকট সমাধানে সরকারকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি। সুষ্ঠু পৌর নির্বাচন সেই সংকট থেকে উত্তরণের প্রাথমিক ধাপ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার ও বিএনপির অবস্থান এক- এমন দাবি করে তিনি বলেন, ‘জঙ্গিবাদের সাথে বিএনপি জড়িত এমনটা প্রমাণের অপচেষ্টা চালাচ্ছে সরকার।’
বিএনপির মুখপাত্র বলেন, ‘খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, সরকারের বিমানমন্ত্রী বলেছেন, সরকারের তথ্যমন্ত্রী বলেছেন। তাঁরা নানাভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে জড়িয়ে নানা রকম কথাবার্তা বলেছেন। আইএস কারা পয়দা করেছে, কীভাবে পয়দা হয়েছে সেই বিতর্কে আমাদের যাওয়ার কোনো কারণ নেই। না জেনে, না বুঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতি হয়- এমন কোনো মন্তব্য সরকারের করা উচিত নয়। কোনো দেশকে যেন এভাবে দোষারোপ করা না হয়।
এবং সম্পর্ক উন্নয়নের জন্য যেভাবে কাজ করা দরকার, সরকারের সেভাবে কাজ করা উচিত।’
আসাদুজ্জামান রিপন আরো বলেন, ‘১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বাংলাদেশে আসছেন। আরেকজন কাউন্সিলরও আসছেন। এই ধরনের গুরুত্বপূর্ণ সফরের প্রাক্কালে সরকারের তথ্যমন্ত্রী, বিমানমন্ত্রী ও খাদ্যমন্ত্রী নানাভাবে যুক্তরাষ্ট্রকে জড়িয়ে কথাবার্তা বলছেন।’
বন্ধুত্বপূর্ণ দেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়তে পারে -এমন কোনো বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।