নতুন তফসিল ঘোষণার দাবি বিএনপির
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বাধার মুখে কয়েকটি পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি বলে অভিযোগ করেছে বিএনপি। একই সঙ্গে মনোনয়নপত্র জমা দিতে না পারা এসব পৌরসভায় নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়েছে দলটি।
আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ অভিযোগ করেন।urgentPhoto
আসাদুজ্জামান রিপন বলেন, ‘দাগনভূইঞা, পরশুরাম পৌরসভার ৩৩টি কাউন্সিলর পদে অন্য কাউকে মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি। ফেনীতে জাতীয় পার্টির প্রার্থী সিরাজউদ্দিন দুলাল অভিযোগ করেছেন, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাঁর মনোনয়নপত্রটি ছিঁড়ে ফেলা হয়।’
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক বলেন, ‘যেসব জায়গায় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি, সেসব জায়গায় নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণা করতে হবে। যাঁরা আচরণবিধি লঙ্ঘন করেছেন, তাঁদের বিরুদ্ধে যেসব রিটার্নিং অফিসার তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেননি, অবিলম্বে তাঁদের নির্বাচনী দায়-দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে।’
আগামী ৩০ ডিসেম্বর সারা দেশে একযোগে ২৩৫ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। তবে কাউন্সিলরা আগের মতোই নির্দলীয় প্রতীকে নির্বাচন করবেন।