হাদিকে দেখতে ঢামেক হাসপাতালে জামায়াত আমির ও এনসিপির আহ্বায়ক
ঢামেক হাসপাতালে গেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : এনটিভি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। তাকে দেখতে হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
এর আগে ওসমান হাদিকে দেখতে হাসপাতালে ছুটে আসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।
এদিকে বিকেল চারটার দিকে হাদিকে দেখতে হাসপাতালে এসে পৌঁছান ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এসময় হাদির কর্মী-সমর্থকেরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এ অবস্থার মধ্যে দিয়ে মির্জা আব্বাস হাসপাতালের ভেতর প্রবেশ করেন। সে সময় পুলিশ সতর্ক অবস্থায় ছিল।

নিজস্ব প্রতিবেদক