জামালপুরে ১৪ মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থী বাদ
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর জামালপুরের ছয়টি পৌরসভায় মোট ১৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন মেয়র, ১১ জন কাউন্সিলর ও একজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী রয়েছেন। তাঁরা আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ ব্যাপারে আপিল করতে পারবেন।
মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ রোববার মোট ১২ জনের প্রার্থিতা বাতিল করা হয়। এর আগে গতকাল শনিবার দুজনের প্রার্থিতা বাতিল হয়েছিল।
জেলা নির্বাচন কর্মকর্তা মোশাররফ হোসেন জানিয়েছেন, আজ জামালপুর, সরিষাবাড়ী, মাদারগঞ্জ, মেলান্দহ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ পৌরসভার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়।
দুপুর ২টা পর্যন্ত জামালপুর সদরে মো. মাহফুজুল হক, মো. শফিউল্লাহ আকন্দ, ওয়াহেদুজ্জামান সুইট, মো. ফরিদ উদ্দিন, কামরুল হাসান ভুট্টু, আলতাব আলী ও আবদুল্লাহ আল মামুন নামে সাত কাউন্সিলর পদপ্রার্থী ও মোছা. জেসমিন আক্তার নামের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এ ছাড়া ইসলামপুর পৌরসভায় নারায়ণ চন্দ্র কর্মকার, হারুণ অর রশিদ সরকার, রইছ উদ্দিন আহমেদ জীবন নামের তিনজন কাউন্সিলর, দেওয়ানগঞ্জে মিজানুল হক নামের একজন কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র ঋণখেলাপি ও বিভিন্ন ত্রুটির কারণে বাতিল করা হয়েছে।
মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিন গতকাল শনিবার সরিষাবাড়ী পৌরসভায় রুহুল আমিন সেলিম ও মো. শহিদুল্লাহ নামের দুজন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।