ধর্মের নামে একটি শক্তি ’৭১ সালেও স্বাধীনতার বিরোধিতা করেছে : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা আবার মানুষকে বিভ্রান্ত করছে ধর্মের নামে। ১৯৭১ সালেও এই ধর্মের নামেই তারা বিভ্রান্ত করতে চেয়েছিল। তারা পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল। ওই শক্তি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে।
আজ রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজকে যে পোলারাইজেশন সামনে এসেছে, অর্থাৎ বাংলাদেশের মানুষ কোনটা বেছে নেবে—তারা কি স্বাধীনতা-সার্বভৌমত্ব-গণতন্ত্রকে বেছে নেবে, নাকি অতীতে যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে, আমাদের সব অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করেছে, তাদেরকে বেছে নেবে।
বিএনপির মহাসচিব বলেন, এবারের নির্বাচন দুটি শক্তির মধ্যে নির্বাচন। একটি শক্তি হচ্ছে বাংলাদেশের পক্ষের শক্তি, গণতন্ত্রের পক্ষের শক্তি। এই শক্তিকে বেছে নেব নাকি যারা সবসময় আমাদেরকে ধর্মের কথা বলে বিভ্রান্ত করতে চায় তাদেরকে বেছে নেব। আমরা এদেশের স্বাধীনতার জন্য লড়াই করেছি, যুদ্ধ করেছি। এদেশের মানুষের জন্য স্বাধীন ভূখণ্ড এনে দেওয়া হয়েছে, যার ফলে আমরা এখানে বেঁচে আছি, টিকে আছি। আমরা এখন সেটার দিকে থাকব, নাকি যারা সেটাকে নস্যাৎ করতে চেয়েছে তাদের দিকে থাকব।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে সেই শক্তিটি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা আবার মানুষকে বিভ্রান্ত করছে সেই ধর্মের নামেই। ১৯৭১ সালেও এই ধর্মের নামেই বিভ্রান্ত করতে চেয়েছিল। ১৯৪৭ সালে এই দেশের মানুষেরা যখন নিজেদের অধিকারের জন্য লড়াই করেছিল এই শক্তিটি তখনও বিরোধিতা করেছিল। কিন্তু আমরা অনেকেই তা ভুলে যাই। ১৯৪৭ সালে এই শক্তিটি পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল। ওই শক্তি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। আজকে ওই শক্তি ভোল পাল্টে, চেহারা পাল্টে এমন ভাব দেখাচ্ছে তারাই নতুন বাংলাদেশ গড়তে পারবে। সারা বাংলাদেশের মানুষ এই কথা বিশ্বাস করতে পারে না। যে আমার জন্মকে অস্বীকার করেছে, আমার স্বাধীনতাকে অস্বীকার করেছে, তাকে বিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে না।
মির্জা ফখরুল আরও বলেন, আমরা বারবার পরীক্ষা দিয়েছি। বাংলাদেশের মানুষ বরাবরই স্বাধীনতার জন্য লড়াই করেছে, তার নিজের অধিকার আদায়ের জন্য লড়াই করেছে, নিজের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করেছে সেই মোগল সাম্রাজ্য থেকে। সেই জাতি কখনো পরাজিত হতে পারে না।

এনটিভি অনলাইন ডেস্ক