ফেনীতে আরো ৫ কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল
পৌর নির্বাচনে যাচাই বাছাইয়ের দ্বিতীয় দিনে ফেনী পৌরসভার দুজন ও দাগনভুঞা পৌরসভার তিনজন কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এতে করে ফেনী পৌরসভার আরো একজন সাধারণ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এই নিয়ে ফেনীর তিনটি পৌরসভায় এক মেয়রসহ ৩৪ জন সাধারণ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
তিনটি পৌরসভায় আটজন মেয়র পদে, সাধারণ কাউন্সিলর পদে ৬৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী বুধবার বিকেল ৫টা পর্যন্ত পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল।
ফেনী পৌরসভা : ঋণখেলাপি অভিযোগে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাফিজুর রহমান এবং হলফনামায় স্বাক্ষর না করায় ১৬ নম্বর ওয়ার্ডের আরিফুর রহমানের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। ফলে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। একই ভাবে ১৮টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ছয়টি পদে চারজন একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। সবশেষ ফেনী পৌর নির্বাচনে ১৩ ডিসেম্বর প্রত্যাহারের দিন কোনো প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার না করলে এক মেয়র এবং পাঁচটি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও দুই সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. এনামুল হক রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
পরশুরাম পৌরসভা : পৌর নির্বাচনে ১৩ ডিসেম্বর প্রত্যাহারের দিন কোনো প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার না করলে সংরক্ষিত মহিলা কাউন্সিলর দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হোসেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
দাগনভূঞা পৌরসভা : মামলার তথ্য গোপন করার অভিযোগে ১ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম ও বাহাদুরের মনোনয়নপত্র এবং আয়-ব্যয়ের উৎসসহ ফরম পূরণ না করায় মাহবুবের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। ১৩ ডিসেম্বর প্রত্যাহারের দিন কোনো প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার না করলে একটি মেয়র এবং পাঁচটি ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা খানম রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।