যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, ‘ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণে মার্কিন সরকার বাংলাদেশের সঙ্গে কাজ করে আসছে। এ দেশের প্রতিটি মানুষ যেন স্বাস্থ্যকর ও উৎপাদনশীল জীবন যাপন করতে পারে সে জন্য মার্কিন সরকারের এ সহযোগিতা অব্যাহত থাকবে।’
আজ রোববার দুপুরে যশোর শহরের ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত 'ফিড দ্য ফিউচার বাংলাদেশ' প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
ওই অনুষ্ঠানের প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক বলেন, ‘বর্তমান সরকার মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। এ প্রকল্প চালু হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলের মানুষ উপকৃত হবে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর।
এর আগে সদর উপজেলার লেবুতলা ইউনিয়নে উন্নয়ন সংস্থা ইউএসএআইডির সহযোগিতায় পরিচালিত দুধ উৎপাদনকারী একটি প্রকল্প পরিদর্শন করেন মার্শা বার্নিকাট। এখানে তিনি প্রকল্পের সঙ্গে জড়িত কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে কথা বলেন।