ফেনীতে জাপার মেয়র পদপ্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
ফেনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির (জাপা-এরশাদ) প্রার্থী মির্জা মো. ইকবাল আলমগীর তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এতে আওয়ামী লীগের প্রার্থী হাজি আলাউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন।
এর আগে ফেনী পৌরসভায় মেয়র পদে বিএনপি মনোনীত ও স্বতন্ত্র দুজন প্রার্থী মনোনয়ন জমা দিলেও যাচাই-বাছাইয়ের সময় তাঁদের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, জাতীয় পার্টির প্রার্থী মির্জা মো. ইকবাল আজ সোমবার দুপুর ১২টার দিকে গোপনে কার্যালয়ে এসে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দিয়ে চলে যান। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৮ নম্বর ওয়ার্ডে কামাল উদ্দিন মাহমুদ, ১২ নম্বর ওয়ার্ডে মকছুদুল আলম টিপু ও আবদুল্লাহ বাবুল এবং ১৮ নম্বর ওয়ার্ডে আবুল হাসেম তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এ ঘটনার পর থেকে জাতীয় পার্টির মির্জা মো. ইকবাল আলমগীর তাঁর মুঠোফোন বন্ধ রেখেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের কারণ সম্পর্কে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
ফেনী পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এনামুল হক মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
চার কাউন্সিলর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় ৮ ও ১২ নম্বর ওয়ার্ডে দুজন সাধারণ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।