বাংলাদেশ সীমান্তে রাস্তা পুনর্নির্মাণে বিএসএফের ইতিবাচক মত
ফেনীর ফুলগাজী উপজেলার বাংলাদেশ-ভারত নোয়াপুর সীমান্তে বদরপুর-কামাল্লা মূল সড়ক পুনর্নির্মাণ ও মেরামতকাজ পুনরায় শুরু করতে ইতিবাচক মত প্রকাশ করেছে বিএসএফ।
আজ সোমবার দুপুরে নোয়াপুর সীমান্ত ফাঁড়ি সংলগ্ন দক্ষিণ বদরপুর সীমান্ত এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠকে এই মত প্রকাশ করে বিএসএফ।
দিনভর অনুষ্ঠিত পতাকা বৈঠকে ফেনীতে বিজিবি-৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামীম ইফতেখার ও বিএসএফের-৮৬ ব্যাটালিয়ন কমান্ডেন্ট মনোজ কুমার বনোয়াল নিজ নিজ সীমান্ত রক্ষীবাহিনীর নেতৃত্ব দেন।
ফুলগাজী উপজেলার বদরপুর-কামাল্লা মূল সড়কের সাড়ে তিন কিলোমিটার রাস্তা স্থানীয় উপজেলা এলজিইডির আওতায় পুনরায় নির্মাণ ও মেরামতকাজ চলছিল। রাস্তাটি কয়েক যুগ আগে নির্মিত হওয়ায় পুনরায় নির্মাণ ও মেরামতের বিষয়টি উপজেলা কর্তৃপক্ষ বিজিবিকে অবহিত না করে ঠিকাদারের মাধ্যমে কাজ শুরু করে। এ অবস্থায় বিএসএফ সিদ্দিনগর ফাঁড়ি থেকে রাস্তার কাজ বন্ধ করে দেয়।
উদ্ভূত পরিস্থিতিতে গত ৩ ডিসেম্বর কোম্পানি কমান্ডার পর্যায়ে দুই দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কোনো ইতিবাচক সিদ্ধান্ত হয়নি। সেই বৈঠকে দুই দেশের বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ে বৈঠকের সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত আলোকে আজ সোমবার অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বিজিবি-৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামীম ইফতেখার জানান, রাস্তাটি নির্মাণের ব্যাপারে বিএসএফ কমান্ডেন্ট ইতিবাচক মত প্রকাশ করেছেন, সে হিসেবে দুই দেশের দুই কর্মকর্তা একটি স্মারকে স্বাক্ষর করেছেন। বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত পাওয়ার পর রাস্তার নির্মাণকাজ আবার শুরু হবে।
একই বৈঠকে সীমান্তে অপকর্ম নিরোধ, চোরাচালান, মাদক পাচার নিরোধ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।