চট্টগ্রামে বিজয়মেলার উদ্বোধন বৃহস্পতিবার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/08/photo-1449586112.jpg)
২৭ বছরে পদার্পণ করেছে চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয়মেলা। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ।
চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, মহাসচিব মো. ইউনুচ ও বদিউল আলম বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ১ ডিসেম্বর থেকে মাসব্যাপী এ মেলা শুরু হলেও আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করা হবে ১০ ডিসেম্বর বৃহস্পতিবার। ওই দিন বিকেল ৩টায় এম এ আজিজ স্টেডিয়ামে বিজয় শিখা প্রজ্বালনের মাধ্যমে মেলার উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনপ্রশাসনমন্ত্রী আশরাফুল ইসলাম। এবার বিজয়মেলা আউটার স্টেডিয়ামের পাশাপাশি লালদীঘি মাঠে সম্প্রসারণ করা হয়েছে বলে জানান আয়োজকরা।
এ বি এম মহীউদ্দিন চৌধুরী বলেন, নগরীকে সবুজ করার জন্য নতুন প্রজন্মের হাতে মেলায় এক লাখ ৫০ হাজার গাছের চারা বিতরণ করা হবে। এ ছাড়া জ্ঞানের আলো বিতরণে অনুষ্ঠিত হবে বইমেলা। পথশিশুদের শিক্ষাদান কর্মসূচি পরিচালনা করার কথা জানান তিনি।